সম্মানিত ভোটারগনদের নির্দেশনা
May 11, 2024
বিপিজিএ নির্বাচন ২০২৪-২৬ আগামী ১৫ মে ২০২৪ (বুধবার) বিকাল ০৩ টা হতে ০৭ টা পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সম্মানিত ভোটারগনদের নির্দেশনা নিন্মে দেয়া হলো:
১। সম্মানিত ভোটারগন ভোটার লিস্ট এর ক্রমিক নং বলে ব্যালট পেপার সংগ্রহ করবেন।
২। ব্যালট পেপার সংগ্রহের সময় অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
৩। বিপিজিএ আইডি কার্ড ব্যতিত কারো ব্যালট পেপার দেয়া হবে না।
৪। ভোটার লিস্টে নাম না থাকলে ভোট দেয়া যাবে না।